স্বীকারোক্তি
এম,এ,সালাম
২২-০৬-২০


ভ্রম করে যদি ভুল বুঝিয়া
অপরাধ স্বীকার করে,
সবাই বলে সেই মানুষকে
ভাল মানুষ হিসাবে ধরে।


এমন একজন মানুষ সাথে
সাক্ষাৎ হয়েছিল বিকালে,
চায়ের দোকানে আড্ডার ছলে
ভুলের ক্ষমার দৃষ্টান্ত শেখালে।


অবাক হলাম ক্ষমা চাওয়া দেখে
হায়! কত সুন্দর মানুষ,
অনেকে আবার বিষয়টি নিয়ে
রহাস্যে কত করিল ফানুষ।


নিজের হেত্তা নিজে যদি বুঝে
ক্ষমা চেয়ে নেয় সমাজে,
সেই ব্যক্তিকে কেমন করে
উপধি দেই সে বাজে।


এখনও কিছু  ভাল মানব
বেঁচে আছে তার গুনে,
সঠিক তথ্য না জানিয়া
কু,মন্তব্য করি, কেমনে।