নীল আকাশে নীলের মাঝে-
    হেমন্তের হাওয়ায় ভরপুর,
ছুটছি আমি ধানের ক্ষেতে
    ঘাসের ডগায় শিশিরে ভরপুর।


দেখ,সোনার ধানে ভরে গেছে-
      গাঁয়ের সকল মাঠঘাট,
কৃষকের বাড়ীর আঙিনায় আজি
      দারুন ধান-পানের বাট।


এত্ত দিনের স্বপ্নেরা আজই-
    প্রকাশ পেল মন মাঠে,
নবান্নের উৎসবে গাঁয়ের বধু
   শীতে খায় রসের পিঠে।


সাঁঝের বেলা  শিশির কণা-
   চলায় চরণে লেগে থাকে,
সোনালী ধানের ঝলমলে
রোদ্দুর পথচলি গায় মেখে।