শিশির ভেজা বসন্ত
    এম,এ,সালাম
     ১৫-০২-২০


নীল আকাশে নীলের মাঝে-
বসন্তের হাওয়ায় ভরপুর,
ছুটছি যে আজ ঢাকার পথে
শিশির বৃষ্টি পড়ে টাপুর টুপুর।


দেখুন গাছে গাছে ভরে গেছে-
    শিমুল,পলাশ জবা ফুল,
বাড়ির দড়জায় ফুটছে আজি  
    অজস্র  কৃষ্ণচুড়া  ফুল।


অনেক দিনের স্বপ্নেরা আজ-
    দখিনা সমীরণে উকি দেয়,
নব বসন্তের আভাস পেয়ে
   শীত বলে পালাবো কোথায়?


কোকিল , টিয়া , শালিক, ঘুঘু-
    সকালে সূর্যের আলো পেলে,
নগ্ন শিমুলের চুড়ায়  বসে
    মনের সুখে বসন্তের সুর তোলে।