শীতার্তের আর্তনাদ
  এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
   ২৩-১২-২১
~~~~~~~~~~~~~~~~~~~~~
একটা কাপড় দাও হে সেবক
নিবারণ করিতে শীত,
তোমারই ক্ষুদ্র দানে ধন্য হইবে
গাহিব তোমার গীত।


দেখুন বপুর খিদে রহিল পেটে
দেখার নেই তো কেউ,
পৌষের শীত না পারি সহিতে
দেহে শীতের উঠে ঢেউ।


ক্ষনে ক্ষনে তাই অন্তরের মাঝে
জাগে শীতে প্রকোপ মরণ,
পৌষের শীতে ক্ষুধায় কাতর নেই
কষ্টে করিবে আত্মা হরণ।


দু'হাত তুলে ভিক্ষের হাত বাড়াই
শীত বস্ত্র দেও কৃপা করে,
জীর্ণশীর্ণ অদামী কাঁথা  কম্বল
দিলে গ্রহন করবো তারে।


তোমার গুদামে আছে ভুরিভুরি
অপ্রয়োজনে ঘরে পরে,
পারলে একটা দেও না আমায়
শরীর রাখিবো মুড়িয়ে।


স্মরণে রাখিব তোমার বৃহত্তর দান
যতদিন বাঁচিব ধরার বুকে,
গরীব দুঃখীর প্রতি এই মানবতা
যুগ যুগ রাখিবে যে সুখে।