শীতের যন্ত্রণা
  এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
   ২৫-১২-২১
====================
পৌষের হাওয়া আসা যাওয়া
  উহ! হার কাপুনি এলো,
শীতে যারা পথে ঘাটে থাকে
  তাদের কষ্ট শুরু হলো।


খড়কুটো আর ছেঁড়াকাগজ
    সকাল সন্ধা জ্বলে,
শীতবস্ত্র নেই একটুকু গরম
   চোখ যন্ত্রনায় জলে।


গা,বস্তাকাঁথায় কেউবা থাকে
  উহ!কাপতে থাকে শীতে,
পথের পাশে সব জন দেখে
   চায় না কাপড় দিতে।


ওই গভীর রাতে দারুন শীতে
   ঠক ঠক করে কাপে,
মহান সৃষ্টিকর্তা শীতার্তদের
  শীত মিটার স্কেলে মাপে।


পথের ছেলে কাঁদতে থাকে
  কষ্টে বস্ত্রবিহীন দেহ,
শীতের মরণ কি যে করুণ
  দেখার নেই যে কেহ।