শীতের পিঠে
এম,এ,সালাম
১৩-১১-২১
=============
শীতের ভোরে খেঁজুর রস
গ্লাস ভরে খাও,
সারাটি দিল সতেজ মনে
যেথায় খুশী যাও।


খেঁজুর রসের নেই তুলনা
নিট এণ্ড ক্লিন হয়,
খেতে বড় আরাম হইবে
মন লাগবে মধুময়।


কত ধরনের রসের মিঠাই
খেঁজুর গুঁড় দিয়ে,
যত খাবে ততই মজা
সব খাবার নিয়ে।


এই মিঠাইর পিঠে পুলি
যত খাবে ত্তত মজা,
রুচি মত গরম গরম
কাঁচি খোচা ভাজা।


পাটিসাপটা আর ভরাপিঠে
দিলে একটু গুড়,
রুচির পরিবর্তন রসে হবে
গাইবে মনে সুর।


শীত কালের মুড়ির মোয়া
আসলেই ভাই মজা,
সকাল বেলা গরম জিলাপি
খেজুর গুড়ে ভাজা।