রুপ দেখে কি চিনা যায়?
   মানুষ না জানোয়ার,
ওই বিধাতা কাহার ভিতর
  কি স্বভাব দিয়েছে তাহার?


ওই রুপ হতে প্রকাশ পায়-
    কেহর মধুর  বানী,
কেহর আবার প্রকাশ পায়
   হিংসাত্বক বজ্রবানী।


ওই রুপ দেখে চেনা যায় না-
    আসল নকল কেবা,
বাস্তবতায়  দেখতে পারি
     সোনা কাঁসা কেবা।


বন্ধু, বুদ্ধিমান আর ক্রিমিনাল-
     কাজেই প্রকাশ পায়,
স্রোতের দিকে আর বিপরীতে
     স্বজ্ঞান-অজ্ঞানেরাই ধায়।


বন্ধু, ওই মানুষের কেহর জন্য-
      কেহ আবার কাঁদে,
কেহর জন্য মুখ ফিরিয়ে
      কঠিন বাধ সাধে।


একই লাল রক্তের মানুষ-
    কেন হয় ভাল মন্দ,
এই প্রশ্নের উত্তর জানতে
    মনে মনে হয় দ্বন্ধ।


ওই মানুষের মনের কোনে-
   আছে বহুরুপি স্বভাব,
ভাব দেখায় আমি কিন্তু'রে
     এই সমাজের নবাব।