সবই তোমার ইচ্ছা
এম,এ,সালাম
    ২০-০৯-২০


ঠগের বাজারে পাঠিয়ে দিয়ে
   তামাশা দেখেছেন বুঝি,
সৃষ্টির  জন্য বেঁচে আছি,
   দিয়েছেন কত   রুজি?


ভোগ বিলাসের জন্য করিলাম
    কত সুন্দর বাড়ী গাড়ী,
সময় মত মায়াবি দেখাইয়া
    সব নিয়ে যাও কাড়ি।


আশা নিরাশার মাঝে ই বাস
      আবার কেন হতাশা?
মাঝে মিঠাই বেহিসেবে খাওয়ান
     নানা রঙের বাতাশা।


বয়সের দিকে খেয়াল না করে
     জান নিয়ে যান কেড়ে,
আদর করে সোহাগ করে,
    কেন সৃষ্টি করিলেন মোদের?


এমন খেলাই না খেলো প্রভু
    তোমার করুণা বুঝা দায়,
ঠগের বাজারে পাঠিয়ে দিয়ে
   কেন হিসেব বুঝিয়ে লও?


কয় দিনের এই দুনিয়াতে
     কেন পাঠালেন মোরে?
ভয় দেখাইয়া সব কিছু মোর
     নিয়ে যাবেন কেড়ে।


বুদ্ধিমানেরা বুদ্ধি বিক্রি করে
      বেচে ঠগের বাজারে,
আমার মত গোংগা মানুষ
     সব কিনে আনে ঘরে।


ঠগের বাজারের পন্য নিয়ে
    করি যে কাড়াকাড়ি,
সামান্যতম জমির লাগিয়া
     কত যে কর মারামারি।


সুন্দরী  দেখিয়া পাগল হইছো
  সুন্দরী নারীর ভ্যালে পড়ে,
আজ্রাইল আসিয়া কোন দিন যেন
  নিয়ে যাবে, খপ করিয়া ধরে।


টালবাহানা যতই করো'রে ভাই
   এই  বাজারে থাকার নয়,
সুযোগ বুঝে  সব খুজে নিবে
   ওই   স্থায়িত্বের ঠিকানায়।