ছবির মতন মানব জীবন
    এম,এ,সালাম
     ২২-০২-২১
------------------------
এই তো সেদিন চপল পায়ে
যে হামাগুড়ি দিয়েছিলাম,
সেদিন হাতের ধুলো মাথায় নিয়ে
মায়ের কাছে ছুটেছিলাম।


মা দিয়েছিল কত আদর বকন?
তবুও মায়ের আঁচল জড়িয়েছিলাম,
হাটি হাটি পা পা করে করেই
মায়ের কোলে বড় হয়েছিলাম।


মা,নানী বুয়ার হাতে কাঁকনের সুর
আজো কানে যে বাজে,
বাবাকে হারিয়েছি পঁচাশি সালে
মাকে হারালাম ছয়টি বছর আগে।


আজও অন্তরের গোপন ঘরে
সতত তোমায় মনে পড়ে,
এই তো সেদিন চুমো খেয়েছিলে
আমার কালো মুখটির পরে।


ছবির মতন মানব জীবন তো
কয়টা দিন পার  হলো,
ইতি মধ্যে কালো দাড়ি- চুল গুলো
সব সাদা হয়ে যে গেল।


সবাই ডাকিত ছোট ভাইয়া
এখন ডাকে চাচা দাদু বলে,
মধুর কিশোর কৌশর যুবক যৌবন
শক্তি সমার্থ সব গেল যে চলে।