সবুজের মাঠে জ্যৈষ্ঠের মেঘ
     এম,এ,সালাম
      ১৮-০৫-১৮


কালো মেঘে ছেয়ে গেছে-
      ঈশান কোণের আকাশ,
উত্তর  হতে বহিতেছে
       জ্যৈষ্ঠের ঘূর্ণি বাতাস।


শো-শো রবে ওই মেঘমালা-
       বাতাসেতে উড়ে,
হঠাৎ করে ঠা-ঠা রবে
       বজ্রাপাত জমিনেতে ছুড়ে।


সবুজের ধানের ক্ষেত-
     সোনালী ধান্যে ভরে গেছে,
তাই দেখে কৃষান কৃষাণীর
      মন আনন্দে নেচে উঠে ।


কালো অম্বুদে ছেয়ে গেছে-
     আসমানের খোলা জায়গা,
ধানের মুকুল গুলো
      পরাগরেনুতে সাদা সাদা।


সোনালী রঙ ধারণ করবে-
      মাঠের কাঁচা ধান,
বৃষ্টির প্রভাবে পানের বরজে
      লতায় দিবে টান।


জ্যৈষ্ঠের মেঘে মাঝে মাঝে-
     ধরণী আধাঁর ধারণ করে,
কৃষকের মনে হতাশার জ্বালা
      ঝড়বৃষ্টিতে বহুগুন বাড়ে।