সকালের রোদ্দুর (১৮৫৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০৮-২০২২
"""""""""""""""""""""""""""""""
সকালের হাসিমাখা রোদ ঝলমলে
পাতায় শিশির ফোঁটা সুন্দর টলমলে।
পাতার ফাঁকে রোদ্দুর উঁকিঝুকি মারে
পুবের জানালা দিয়ে ঘরে রোদ পরে।
পাতারা হাসে যেন রোদের ই সাথে
উল্লাসে গাছের শাঁখে পাখিরা মাতে।
প্রজাঁপতি প্রজাঁপতি পাখনা মেলো
রোদ্দুরে তুমি কাননের দোড় খোলো।
ঘুঘু ডাকে রোদে পড়ে প্রেমে মাতিয়া
প্রিয়জন শাঁখে নাচে মাথা নাড়িয়া।
প্রেম  বিলায় ঘুঘু নেচে গাছের শাঁখে
উড়াউড়ি করে তারা পাতার ফাঁকে।
বধুর মুখে হাসি রোদে কাপড় দিয়ে
ময়লা কাপড় ধোয় সাথে মায়েঝিয়ে।
রোদ মেখে চাষি ছুটে ফসলের মাঠে
শিশুগন দেয় মন রোদ মেখে পাঠে।
মাছেরা সাঁতার কাটে সকালের রোদে
মাছরাঙা ঝাঁপ দিয়ে চুনাপুঁটি বধে।