হুমকি দামকি গায়ের শক্তি-
   ভাইরে চিরদিন থাকে না,
সামনে বসে অনেকেই মানে
   কিন্তু পিছনে মানে না।


যতই কর ওই বাহদুরি
     গায়ের শক্তির জোরে,
শক্তি তোমার ফুরিয়ে গেলে
    মানবে রে কেউ তোরে।


সিংহ মামা বনের রাজা-
    সবাই কিন্তু ভয় পায়,
শিয়াল ভাইগ্নার বুদ্ধির কাছে
    সিংহের পরাজয়।


হাতি যদি তার শরীরটাকে-
   দেখতো নিজের চোখে,
ছোট বড় কিছু মানত না
  তাহার শক্তির কাছে।


কর যদি কেহ বাহদুরি -
     বুঝে চিনতে কর,
শক্তি কিন্তু আমৃত্যু নয়
     একদিন দূর্বল হতে পার।