আলোচনা আর সমালোচনা-
    এক হতে কি পারে?
আলোচনায় ভুল শুধরে,
   সমালোচনায় কষ্ট বাড়ে।
আলোচনা সামনা সামনি-
   পিছনে গোপনে নয়,
এই সমালোচনা হতে পারে,
    রক্তের সম্পর্ক ক্ষয়।
আপনজন যখন প্রিয়জনের-
   সমালোচনা করে বেড়ায়,
এই সমালোচনা একদিন,
      রক্তের বন্ধন ছিড়ায়।
কেহর সমালোচনা যখন-
  কেহর প্রিয়জন করে যায়,
বুঝে নিতে হবে এই সমালোচনা,
   একে অপরের হিত নাহি চায়।
কানে শুনি যখন সমালোচনা-
    রক্তের লোক বলে বেড়ায়,
ফাকে ফাকে না বলার ভানে,
   কিন্তু আমার দৃষ্টি এড়ায়।
বোন যদি বলে ভাইয়ের দোষ-
    ভাই সমালোচনা করে ভাইয়ের,
এই পরিস্থিতিতে এই সম্পর্ক,
    কোথায় মিলিয়ে দিবে।
ছোট-ছোট অযাচিত কথা-
    যদি ভাইয়ে প্রকাশ করে,
এই কষ্ট মনের কোনে,
     কি ভাবে সামলে দিতে পারে।
কষ্ট লাগে সামাল দিতে-
     সমালোচনার ভার,
অবুঝের মত বসে থাকি,
  ভান করি না শুনার।
সমালোচনার পর সমালোচনা করে-
  গড়ে তুলবে সমালোচনার পাহার,
এই সমালোচনা হৃদয়ের মাঝে,
   বহিবে কষ্টের নহর।