সমাজের ভাইরাস
এম,এ,সালাম
২৬-০৯-১৯


নিজের নাক কেটে যে জন-
   অন্যের যাত্রা ভংগে থাকে ব্যস্ত,
ভেবে দেখিলে বুঝিতে পারিবেন
     সে যে ক্রিমিনাল বড় মস্ত।


কীট যার পিছনে লেগে যায়-
    সে পড়ে যায় জটিলতায়,
তার নামটি লিখে রাখে সে
     মহা বিপদজনের খাতায়।


অধুনা ক্রিমিনালের ভাব সাব-
    সবই উগ্র মনোভাবের,
ওর জন্য সব জটিল আকার
    নেই কঠিন জবাব এর।


বিবেকের কাছে প্রশ্ন করো-
    তুমি কেমন প্রকৃতির মানুষ,
তোর কুবুদ্ধিতে ভাল মানুষের
     হারিয়ে ফেলে জ্ঞান হুস।