সময় যে বদলে গেছে
        এম, এ, সালাম
                  ০৪-০৬-১৯


সে কালের নিয়ম গুলি আর-
       কোথাও নেই একালে,
সে কালের সব সংস্কৃতি গুলো,
       বিলিন হয়ে যায় একালে।


সে কালে নাকি  বিবাহ করিত-
     পুরুষে পন দিয়ে নারীদের ,
এ কালে নাকি বিবাহ হয়,
       পুরুষে,যৌতুক নিয়ে নারীদের।


সেকালের নারী বোরকা পড়িত,
     বোকরায় ছিল মাথায় ঠোসা,
এ কালের সব  মেয়েদের,
     হিযাবে নামে মাত্র খোসা।


সে কালের বিবাহে বউ আনিত-
          পালকিতে করে তুলে,
এ কালের বউ তুলিয়া আনে,
      সাজিয়ে মাইক্রোবাস ফুলে।


সে কালের প্রায়ই ঘরবাড়ী ছিল-
       কাঠের তৈরী খড়ের চালে,
এ কালের ঘরগুলি সব,
         বিল্ডিং, পাকা,টিনের চালে।


সে কালে নাকি পায়ে পড়িত-
         কাঠের তৈরী খরম,
এ কালে সবাই পাদুকা পড়ে,
        চামরার তৈরি গড়ন।


সেকালে চলিত পাংশী নৌকায়-
        এ কালে চলে কারে,
সেকালের এক দিনের পথ,
যায় একালে এক ঘন্টার ভিতরে।


সে কালে বিবাহে গলায় পড়িত-
      রৌপ্যের গড়ানো  আশলা,
একালে কপালে  স্বর্নের টিকলি,
     সে কালে কানে পড়িত পাশা।