সোনালী স্বপ্নের শ্রবন(১৮৫০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-০৭-২০২২
====================
আষাঢ়ে মেলেনি বর্ষার দেখা
শ্রাবণে বৃষ্টি এবার,
কেহর আশা নিরাশ হবে না
শ্রাবণ  পুরাবে তাহার।


সতেজ হইছে সবুজ বনানী
স্যাতস্যাতে পথঘাট,
বৃষ্টির পানিতে টইটম্বুর সব
খালবিল মাঠঘাট।


বৃষ্টি মধুর সুন্দর সকালে
বিরুপ হইবে বাদলে,
বাতাস বহিবে অশুভ প্রকৃতি
বহুদিনের ভারী বাদলে।


এখনো ধানের বীজ বপন হয়নি
বর্ষার জলহীনে সমধা,
শ্রবণের মধ্য ক্ষেত রোপিলে
চাষীরা পাইবে মর্ষাদা।


শ্রবনের বিরূপ আবহাওয়া কাটিয়ে
চাষিরা ফসল ফলিবে দ্বিগুন,
বন্যায় যাদের কেড়ে নিয়েছে সব
তাদের কথাটা ভাবুন।


ওদের জীবন কষ্টের মধ্যে
তবুও নতুন আশায়,
নিজের জীবন গড়িবে নিশ্চয়
সোনালী স্বপ্নের ভরসায়।