সংস্কৃতি আজও মনে পড়ে
              এম, এ, সালাম
                        ১৪-০৫-২০        


নদীর প্রতিকুলে নৌকা চলিত
     পাছায় থাকিত মাঝি,
গাঁয়ের হুজুরে বিবাহ পড়াত
     এখন পড়ায় কাজী।


শীলপাটায় মরিচ বাটিত
গরম  মশলা বাটিত পাটায়,
এখন পিষে মটর মেশিনে
   ব্যালেন্ডারে মশলা বাটায়।


ধান ভানিত কাঠের ঢেঁকিতে
    পায়ে দিন-রাত ভরে,
এখন ভানে ক্যারিকলে করে
   অযথা সময় নষ্ট নাহি করে।


গাঁয়ে, ধানের বীজ বপন করে
   খৈ ভাজিত খৈয়া ধানের,
নারিকেল গুড় দিয়া খৈই খায়াত
    চালনে পুঁছিয়া বাঁশের।


রাতভর গরু দিয়া মলন লইত
    এখন লয় মেশিন দ্বারা,
অল্প সময়ে অনেক ধানের স্তুপ
  মনল দিয়া করেন সারা।