সঞ্জীবন
এম,এ,সালাম
২৪-০৮-১৯


জীবন একটি সুযোগের নাম-
  একে কাজে লাগাও যদি,
অপান হবে গোলাপের মত
   একদিন পরিস্ফুটিত হবেই।


উদান একটি সুন্দর ছবি-
    ভালবাস যদি সবে তাকে,
রঙিন হয়ে উঠবে ফুটে
    এই জগতের মাঝে।


পূরঞ্জন একটি স্বপ্ন শিখা-
    যদি বাস্তবে রুপদান কর,
সুন্দর প্রাণন গঠন হবে
     খারাপ যাহা আছ ছাড়।


জীয়ন একটি বড় চ্যালেঞ্জ-
     একে মাথা পেতে যদি নেও,
বাঁধা বিপত্তি যাহা কিছু আছে
     তুমি করণা কিছু ভয়।


বাঁচন একটি কর্তব্য বটে-
      একে সম্পাদন করুন সবে,
আপনার শত্রু থাকবে না কখনো
     ধরায় আপন হবে সবে।


অস্তিত্ব একটি খেলা ঘর-
    একে নৈপূন্য প্রদর্শন কর,
জ্ঞানী মনিষীরা যে ভাবে খেলেছে,
    সে ভাবেই খেলা কর।


জীবজন্ম একটি প্রতিশ্রুতি ক্ষেত্র-
     একে পূরণ করেন সবে,
প্রতিশ্রুতির খেলাপ করিলে,
     শাস্তি হবে তার  ভবে।


চিদাভাস বড় সুখ-দুঃখ ময়-
     একে পারলে অতিক্রম কর,
ভবিষ্যত জীবন সুন্দর করে গড়
    পারলে ইতিহাস রচনা কর।


অজপা একটি সাম্যের গান-
     একে সুর দিয়ে সুর তুল,
সাম্যের গান গেয়ে গেয়ে
     সঠিকতার  কথাই বল।


মর্ত্যলীলা একটি সংগ্রাম ক্ষেত্র-
      ঝাপিয়ে পড়েন সবে,
নচেৎ কিন্তু আপনার অধিকার,
      একদিন চিরতরে হারাবে।


ভবলীলা একটি  ট্রাজেডী-
   এর মুখোমুখী হতে হবে,
শত দুঃখ কষ্ট ভুলে গিয়ে
   জীবন পরিচালিত হবে।


অন্তরাত্মা একটি দুঃসাহসিক অভিযান-
   সাহিস নিয়ে ভ্রমন কর,
পুরাণ প্রথা ভুলে  গিয়ে বন্ধু
      নতুন ভাবে যাত্রা শুরু কর।


জিন্দিগী একটি ভাগ্যে খেলা-
     তৈরি কিরে নিতে হবে,
হাত-পা  গুছিয়ে বসে থাকলে,
      ভাগ্যের পরাজয়  হবে।


অজর একটি মূল্যবান সময়-
    সঠক পথে ব্যায় কর,
সময়ের সাথে বোঝাপাড়া করে
     সময়ের কাজ সময়ে ধর।


জীবন যে আসলেই চেতনা-
      সদা যুদ্ধ ক্ষেত্র ভাবেন,
রনাঙ্গনে  বিপদে পড়িলে
      সঠিক পথ চিনে নিবেন।