দিনের খেলা খেলছি রাতে-
     স্বপ্নের বিরাম নেই,
নিশি রাতের অলিক স্বপ্নই
    শুধু শুধুই দেখে যাই।


স্বপ্ন পূরণ না হয় যদি-
    সেই স্বপ্ন দেখার মানে আছে,
সেই আকুতি জানিয়ে যাই
     প্রিয় দেশবাসীর কাছে।


কোটি টাকার মালিক আমি-
     গভীর ঘুমে দেখি,
স্বপ্ন দেখতে বাধা নেই যে
   পাওয়ার আছে বাকি।


মনের মাঝে স্বপ্নেরা আজ-
   সতত করছে ছুটাছুটি,
পূরণ হওয়ার লক্ষন নেইরে
  মনের কোণে ঘাটাঘাটি।


স্বপ্নেরা আজ আশার বানী-
     শুনায় কত করে,
আজ না কিছু না পাইলেও
     বন্ধু, পাইবে ক'দিন পড়ে।


ইচ্ছে থাকলে স্বপ্ন  পূরন-
    ধরায় একদিন ফলে যাবে,
রাতের স্বপ্ন অলিক থাকে
     যদি অলস থাকো ভবে।