সর্বনাশা আগুন
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
  ২৬-১২-২১
=================
লঞ্চের আগুন জ্বলছে দ্বিগুন
   সুত্রপাত খুঁজে পায় না,
আল্লাহ যারে রাখে হেফাজতে
   তারে আগুনে খায় না।


লঞ্চ পুড়ে যে ছাই হয়েছে
  কয়লা হইছে মানুষ,
ট্রাজেডি নিয়ে কেহ কেহ
  টিকটকেতে ফাঁনুস।


হঠাৎ করে মারা যায় নি
   পুড়ে পুড়ে মরছে,
আহা! উহু কত চিৎকার
   বাঁচার চেষ্টা করছে।


অসহ্য এই আগুনের জ্বালায়
  কেহ নদীতে দিছে ঝাঁপ,
কেহর জীবন এই নদীতে
   হইছে যে কালোসাপ।


আমি কবি ভেবে দেখলাম
   এ কেমন মরণ পালা,
আগুনে পুড়ে পানি খেয়ে
     মরার কত জ্বালা।


এমন পোড়া পোড়ছে মানুষ
     চিনার উপায় নাই,
কাহার কাছে গেলে পাইবো
   পিতামাতা বোন ভাই।


শিশু মরছে নারীরা মরছে
    মরছে বৃদ্ধ লোক,
মরাদের বাড়ি ভেবে দেখুন
   মাতম মরার শোক।


বরগুনার ওই পোটকাখালী
   সমাধি করছে তাদের,
ডিএনএ টেষ্টে চিনা যাবে
   চিনতে পারে নি যাদের।