সরকারী চিন্তা(১৮০৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০৬-২০২২
======================
এক নিমেষেই  মানুষ জব্দ  পুড়ে হলো  লাশ
তার ব্যথাতে আমরা ব্যথি যার হয়েছে নাশ।
কত যে মানুষ মরলো দেশে কে নিবে তার দায়?
দোষটা গিয়ে পরলো আজি সরকারেরই গায়।
ওরে ছাগল আম জনতা জাগছে মরার সাধ
মাপ কাঠিতে কও না কথা ভাংছে ধৈর্যের বাঁধ।
এটা যে ছিল দূর্ঘটনা,ইহার দায় নিবে কে কাঁধে?
ভাগ্য চক্রেই পড়ছে তারা অগ্নিকাণ্ডের ফাঁদে।
দেশে দ্রব্য  মূল্যের দাম বাড়িয়েই সব করিনি শেষ
সংসদে ও করছি আমরা শোক প্রস্তাব'ও পেশ।
দেশে সব কিছুতে নিন্দা প্রস্তাব নিন্দুকেরই কাজ,
সরকারের'ই  প্রশংসাতে  তাদের করেছে লাজ।
এখন মাঠেই যে নেই  বিরোধী দল স্বতান্ত্র হয়ে  যাবে
নিরপেক্ষ  সৎচিন্তা করলে আসল কারণ পাবে।
ভাবুন কে করেছে  অগ্নি কাণ্ড কে করছে শক্তি  দান ?
আর কেউ নয় দায় চাপাবে তাই স্বয়ং মাথে ভগবান !