শরতের মেঘ
এম,এ,সালাম
০৩-০৯-২১
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
শরতের মেঘ  যাচ্ছে আজি
অজানা কোন পথে,
মন আমার বায়না ধরেছে
যাইবে তাহার সাথে।


সাদা,নীল মেঘ যাবে ভাই তুমি?
ওই শরতের গাঁয়,
ব্রীজের পাশে বরিশাল কাশে
আমার মন যেতে চায়।


মেঘ,অপেক্ষা যদি কর তুমি
নদীর পাড়ের কাশে,
তোমার সাথে সেলফি তুলবো
আমরা মিলেমিশে।


অভিমান কর না শরতের মেঘ
দিনের ভেলায় চলো,
আনন্দ উল্লাস করবে সেথায়
সেই  কথাটি  বলো।


তোমার গায়ের নীল মাখাবো
শরতের সাদা ফুলে,
প্রেমের ছোঁয়ায় মেতে উঠবো
ডাহুকের তান তুলে।