শরতের শিশির(১৮৭৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০৮-২০২২
========================
সত্যিই আজ শরতের শিশির পরছে সারা গাঁয়ে
চতুর্দিকে চেয়ে দেখি ওই শিশির আসছে ধেয়ে।
গাঁ খানি মোর দেখা যায় না লেপন দিয়ে আছে
ঠান্ডা লেগে ওই বাড়ির চাচি  খুলখুলিয়ে কাশে।
গাসের ডগায় হাত লাগাতেই হাতটি ভিজে গেছে
শুকিয়ে গেলে গাসের জীবন ষোল আনাই মিছে।
দেখতে মনে হয় ওই পাড়াটি আছে চাদর মুরি দিয়ে
শিশির নিয়ে ঠাট্টা করে,পাশের বাসার মায়েঝিয়ে।
পুবাকাশে গোধুলির রঙ,সজলে রঙতুলিতে আঁকা
ওই  গাঁয়ে উপর শরত শিশির পরছে আঁকাবাকা।
ঝলমলে রোদের আলোয় মায়েঝিয়ের মুখে হাসি
কলা পাতায় তালের পিঠে বানায় মোদের মাসি।
মেঘের আকাশ মেঘহীনেতে নীল রঙে ছেয়ে গেছে
ঝিঙে মাচায় দোয়েল শালিক আনন্দেতে নেচে।