বহু দিনের আশা আমার-
    একটি সেলফি দিব,
ফেইজ বুকের অনেক বন্ধু,
   আমার সেলফি নিল।


সেলফির জন্য হন্য হয়ে-
   একটি মনোমত স্থান খুঁজি,
সুন্দর একটি স্থানের কথা,
   বলে দিলেন আমার বুজি।


স্থান হল মৃধা বাড়ীর মাঠ-
     সরষে ফুলে ভরা,
সারা মাঠের দৃশ্য দেখে,
    মন কেড়ে নেয় ওরা।


সেলফি দেবার জন্য ববি-
     নতুন ভাবে সাজে,
কাল চশমা চোঁখে দিয়ে,
    মেকাপ করে মুখে।


কেহ দেয় বসে সেলফি-
    কেহ দেয় দাঁড়িয়ে,
একটু এ্যাঙ্গেলে আনমনা হয়ে,
   নাকি হাত দিব বাড়িয়ে।


সরষে ক্ষেতের সেলফি কবিতায়-
    কমেন্টস করবেন সবে,
সবার রিপ্লে আমি দিব,
   কেহ মন্তব্য করবেন না বাজে।


সরষে ক্ষেতের সেলফি কবিতা-
  যদি সবার লাগে ভাল,
মন দিয়ে দোয়া করবেন,
   আমি যেন আর লেখি ভাল।