শর্তপূরণ
    এম এ সালাম
     ১৪-১২-১৯


কি করে শর্তপূরণ করবে শিক্ষা প্রতিষ্ঠান?
যে দেশে পরিবার পরিকল্পনার হয় যে স্থান।
ক্লাস প্রতি ছাত্র-ছাত্রী প্রয়োজন চল্লিশ
সেখানে জন্মনিয়ন্ত্রনের কথা কেমনে বলিস।
দু,য়ের অধিক সন্তান নয় এক হইলে ভাল-
সেই দেশে শর্তপূরণের কথা কেমনে বল।১৮-২১ শে বিবাহের কথা যেই দেশ বলে-
সেই দেশে কি সন্তানের আশা তাড়া তাড়ি চলে।
যত আম তত টিয়া এই নীতি নয়-
শিক্ষাপ্রতিষ্ঠান এখন বুঝে দিতে হয়।
স্নাতক পাশ সভাপতির কথা যেই শহরে বলে-
অজপাড়া গাঁওগ্রামে এই নিয়ম কি চলে।