শ্বশুর বাড়ি
এম এ সালাম
২৩/০৩/২১


ওই দেখা যায় শ্বশুর  বাড়ি
গাঁয়ের নাম চরপাড়া,
সব খানেতে গাছ গাছালি
সবুজ লতা পাতায় ঘেরা।


খালের পাড়ের গ্রাম খানি
কোলায় ধানের চাষ,
দক্ষিনের ঝিরিঝিরি বাতাস
বইছে বারো মাস।


আঁকাবাঁকা  খালের পাড়ে
পাকা রাস্তা আছে,
পাংশী নৌকায় যেতাম সতত
মাঝে মাঝে বাসে।


বধুর সাথে যেতাম আমি
ওই শ্বশুর বাড়িতে,
মাঝে মাঝে রুটি পিঠা
কত খেতাম আড়িতে?


ওই যে সুন্দর ধানের ক্ষেত
দেখিন কোন কালে,
পুকুর ভরা কৈ মাগুর  মাছ
ধরতাম ঝাঁকি জালে।


সব মিলিয়ে শ্বশুর বাড়ি
আসলে মধুর হাড়ি,
আমার ভাল লাগছে বিধায়
বর্ননা দিলাম তারই।