একদিন তুমি শিশু ছিলে-
     আমরাও ছিলাম খোকা,
তুমি হলে একদিন জ্ঞানীগুনি
     আমরা হলাম বোকা।


তুমি শিশু হয়ে যা করেছা-
     আমরা তাহা ভাবিনা,
তোমার জ্ঞানের পরিধি প্রসস্ত
     তুমি তোমার তুলনা।


তোমার চিন্তা চেতনা দেশ নিয়ে-
    ভাবনা মুখের ভাষা নিয়ে,
একাত্তরের সুখ স্বাধীনতা
    তোমার ত্যাগের বিনিময়ে।


সেদিন ভাবছো তুমি দেশ নিয়ে-
      ভাবছো মানুষ নিয়ে,
ভাবছো তুমি বাংলাদেশ নিয়ে
     ভাবছো  স্বাধীন নিয়ে।


আজ তুমি নেই, আমরা আছি-
   আজ তোমায় মনে পড়ে,
আজও আমরা স্মরণ করি
    লাল সবুজের পতাকা পেয়ে।


ফি-বছর এইদিনে কত পাগল-
     তোমায় শ্রদ্ধা করে,
এই জীবনটা যতদিন থাকিবে
     আমরা তোমায় ভুলিব নারে।


মান সম্মান জেল জরিমানা-
   একদিন মাথায় তুলে নিছো,
তুমি দুঃস্থ অনাহারির মুখে
     খাদ্যের লোকমা তুলে দিছো।