সত্য মুক্তি দেয়
এম,এ,সালাম
   ১৫-০৭-২১
==============
বিবেক তুমি তোয়াজ দ্বারা
যদি হও কভু ভারী,
ন্যায্য লোকের কষ্টের বোঝা
মাথায় সারি সারি।


ভালো মন্দের এই সংসারটায়
সঠিক বেঠিক আছে,
সঠিক আঁকড়ে থাকলে তুমি
বেঠিক থাকবে  পাছে।


সুগম পথ যে নয়তো সোজা
পৃথিবীতে টিকে থাকা,
মিথ্যুকের খারাপ স্বভাব,অভাব
পিছন টেনে  রাখা।


নিজের দোষ না দেখে অন্যের
ঘাড়ে চাপানো সোজা,
অসৎ লোকে বুঝতে চায় না
মিথ্যা বড়ো  বোঝা!


বিবেক,প্রজ্ঞা,জ্ঞান  হবে
সত্য ন্যায়ের বাতি,
প্রজার জন্য ভবি জীবনটা
হবে অন্ধকারের বাঁতি।


সত্য পথে নেকি মুক্তি আসে
মিথ্যায় পাপ টানে,
চলো সবাই মিথ্যা ছেড়ে দেই
ডুবি সত্যের  গানে।