সত্য আজ মিথ্যা চাপায়
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০১-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ওই হাওয়ায় আসে উড়ে উড়ে
মিথ্যার বহর গুলো,
মানুষ ধুলোর সংসারে এসেই
সত্যের চোখে খুলে।


সত্য খুঁজতে  মিথ্যার সন্ধান
বিচারে ধরা পড়ে,
যে যাহাই দেখে সে সা বলে
সত্য মনে যে করে।


মিথ্যাবাদী দূর্ণীতিবাজেরা নাকি
সদা সর্বদা সত্যে বলে,
মঞ্চের মত নাটক করে যায়
অচলকে করে সচলে।


যাচাই বাচাই করে না কেউ
যুক্তিকে চুক্তি করে,
না জেনেও স্বাক্ষী দিয়ে যায়
বিবেক নাহি ধরে।


সামার্থ নেই চাপার জোরে
দিনাতিপাত করে,
মাথা আছে ব্যাথা যে নাই
বুদ্ধি বিক্রি করে।


দোকান আছে পণ্য যে নেই
ক্রেতা অনেক ভীর,
চিলের পিছে ছুটছে মানুষ
বুদ্ধি নেই যে স্থির।