সত্য সুন্দর মন
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২০-০১-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
নামাজ শেষে ইমাম এসে
বললেন মুসুল্লিগনে,
সব কিছু যে করেন আল্লাহ
কেন যুদ্ধ রণাঙ্গনে?


সব মুসুল্লিরা বললো এসে
যুদ্ধ যদি না করি,
যুদ্ধের মাঠে আমরা তবে
সব যাব যে মরি।


বাঁচামরা আর আপদ বিপদ
নজরে রাখেন আল্লাহ,
নামাজ শেষে তব হেসে হেসে
দোয়া করেন জাল্লাহ।


ভক্তের ভক্তি চরম ভাবে
এই সংসারে এসে,
কোন বাণীতে কাজ হবে
ডুবলে ভক্তি রসে।


পরম করুনাময় কেন দেন
দুঃখ যন্ত্রণা জরা,
সব করিলাম পন্ডশ্রমরে
কেন এত ভক্তি ধরা।


জ্ঞানের পূঁজারী সত্যবানী
খাটতে সবার হবে,
পরিশ্রেমের ফলে স্রষ্টা সবার
দিবে  আপন মনে।


শ্রমের দাম দেন ওই মালিক
কোথায় সে দয়াবান?
এমন প্রশ্নে নীরব থাকলো
অসহায় সব সাধারণ।