সৌর্যেবীর্যে নারী
  এম এ সালাম
   ১০-০৪-২১
================
নারী ঢেউয়ের মত জেগে উঠো
     অংগে লাল রক্ত আছে,
নারীদের নিয়ে তামশা করলে
     নারীরা উঠবে কিন্তু ফুসে।


লাল রক্তে সাদাকালো চামরায়
   নরদের রুপের বাহারে সৃষ্টি,
বিধাতার সৃষ্টি ওই নারীদের নিয়ে
    নরেরা কেন করে কু-দৃষ্টি।


জগতে নারীরা শুধু ভোগের নয়
   তারা স্নেহ সম্মানের পাত্রী,
সেই নারীদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ
   ওরা ধরার প্রেমের যাত্রী।


নারীরা যে তোদের আপনজন
     নারীরা যে হাওয়ার দল,
সেই নারীরা সময়ে অসময়ে কেন?
     হয় আর নয়নের হাল।


সব নারী যদি ফুসে ফেপে উঠে
  লাগবে দশ নর ট্যাকেল দিতে,
সেই নারীদের অবহেলা করে নর
     কেন লাগাও গলে ফিতে।


নারী ছাড়া কি চলতে পারিস?
     নারী যে জীবন  সাথী,
নারী ছাড়া নরের জীবন যৌবন
     সতত জ্বলবে লালবাঁতি।