শয়তান বেঁচে আছে (১৮৬৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০৮-২২
*************************
কাহার রক্তে যদি থাকে শয়তানি
   যতই ঢালো তার উপরে মামপানি,
হবে না রক্তে পর মানুষের সেবা
   দূষিত রক্ত বিশ্বাস করবে কেবা।


এরা দেশের সম্পদ লুটেপুটে খায়
সমাজে লজ্জায় মাথা নোয়ায়,
ওদের মাথে শয়তানি বিরাজ করে
   কিভাবে সুখ দিবি দেশের ঘরে।


দেশ স্বাধীন সুখ ঠিকই পেয়েছিল
   শয়তান নমরুদ ভরপুর ছিল,
সুযোগ পেলে ওই শয়তানের দল
   সাজবে আবার মহা নায়ক খল।
    
ভাবুন নমরুদ তো কোন দলের নয়
  ওরা জাত ধর্মের করবে ক্ষয়,
ওরা এখনো অগচরে করে উৎপাত
  মুজিবের বাংলা থেকে হবে উৎখাত।


টাকার জন্য যারা করে রাজনীতি
   ওদের ঘটে নেই যে কোন নীতি,
তাদের দ্বারা হবে যে দেশের ক্ষতি
   ওরা বেঁচে থাকতে হবে না উন্নতি।