শয়তানের সভা বসে রাত বারটার পড়ে-
সভাপতি হিসেব নেন, একেক করে।
সব শয়তান ছড়িয়ে পড়ে মাঠে ময়দানে-
বুদ্ধি দিয়ে শয়তানি করায় যে যা জানে।


ছোট শয়তান দিনের হিসেব দিলেন-
শুনুন তাহার একটি শয়তানির কথা
আপন বোনের সাথে ভাইয়ের প্রেম
সুক্ষ্মভাবে মেলামেশা করাইছি যথাতথা।


মেজ শয়তান সুক্ষ্মভাবে হিসেব দিলেন-
জনাব শয়তানির কথা বলতে লজ্জা পাই,
মামীর কাছে ভাগ্নে গেলেন প্রেম বিলাতে
চুপি চুপি গভীর রাতে দেহের ক্ষুধা মিটাবে তাই।


বড় শয়তান বিনয়ের সুরে বলেন সভাপতি-
আমার শয়তানির কথা বলিলে কি হবে আমার গতি,
শাশুরীর শোবার ঘরে জামাই পাঠাই আমি
এই কথা বলিতে আমার লজ্জা লাগেএক্ষুনি।


সভাপতি বলেন-
যে শয়তানি করাইয়েছ ধরায় মানুষের দ্বারা-
মানুষ রুপি শয়তান গুলো আমারপিছেখাড়া,
কি শয়তানি করি আমি তোদের পুরুষ্কারকরে
পছন্দ না হলে এই মুহুর্তে ধরে নিবে মোরে।


বিদ্রঃ- মানুষ রূপি শয়তান গুলি পৃথিবীতে এহেন ঘৃনিত কাজ করে থাকে শয়তানের কু-পরামর্শে।তাই আমার কাব্য।