স্পৃহাহীন
এম এ সালাম
০৭-১১-১৯


পড়ার প্রতি অনভিলাষ-
এ যুগের শিক্ষার্থীদের,
পিছনে শুধু ইহার কারণ
মোবাইল প্রেম তাদের।


সন্তানের হাতে মোবাইল -
তুলে দেয় পিতামাত,
আসক্তি হয়ে পড়ে শিশুরা
ব্যবহার করে যা তা।


অ্যানরয়েড ফোন হাতে পেয়ে-
লেখাপড়া যায় ভুলে,
অনৈতিক সব ভিডিও দেখে
    পিছনের দুয়ার খুলে।


ওরা ইঁচরে পাকা হয়ে যায়-
সময়ে আর অসময়ে,
ইমুতে আসক্তি হয়ে শিশুরা
মূল্যবান সময় ফেলে খেয়ে।


ওদের  ক্লাসের পড়া নিয়ে-
    নেই কোন মাথ ব্যথা,
পরীক্ষার খাতায় লিখে ওরা
     চাইয়ে চিনতে যা তা।


অনেকে মাদকাসাক্ত হয়ে-
    লেখাপড়া দেয় ছেড়ে,
এক পোল্ডা গাঁজার জন্য
     কত চুরি চামারি করে।