শ্রাবনের বৃষ্টি  
এম,এ,সালাম
২৮-০৭-২১
===========
মুষলধারে বৃষ্টি পরছে
টিনের চালা ছুঁয়ে,
আঙিনার সব পলি মাটি
যাচ্ছে সবই ক্ষয়ে।


পুকুর থেকে কৈ মাগুর
বৃষ্টির পানি পেয়ে,
কোলা বিলে ছুটছে মাছ
পানি সাথে ধেয়ে।


হাসের ছানা খেলা করে
কাপছে থরে থরে,
খেক শিয়ালটা খপ করে
নিয়ে যাচ্ছে ধরে।


মুরগির ছানা পাখার তলে
জড়োসড়ো হয়ে,
শীত নিবারন করছে মায়ে
দাওয়ার তলে বয়ে।


পুকুর ডোবা মাঠঘাট সব
কানায় কানায় পানি,
বীজতলার সব ধানের চারা
তলিয়ে গেছে জানি।