শুধু অন্নের জন্য
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
  ০২-১২-২১
======================_
আজ বপুটার জ্বালা নিবারণে
ব্যস্ত সকল মানুষ রোজ,
মানুষ যার যার সমার্থ দিয়ে
করছে খাদ্যের খোঁজ।


কৃষক কৌশলে ফলায় ফসল
মাঠে গতরে খেটে চাষী,
কেউ বা আবার বাঁচার তাগিদে
ওই ঘরের কাজের দাসী।


কেউবা আবার ইট,পাথর ভাঙ্গে
মাটি কাটে রোদে ঘামে,
পেটের জ্বালায় মরিয়া খেটে
সতত দৈহিক শ্রমের দামে।


কেউ মেটের কাজে মাথায় বইছে
টোকাই,ফেরি হকার সব,
আবার কেউবা কত ডিগ্রী নিয়ে
খুঁজছে নিম্ন মানের জব।


কেউ কৌশল করে লোক ঠকিয়ে
ভেজাল দেয় খাঁটি দুধে,
কেউ অভাবীর কাছে টাকা লাগিয়ে
ইনকাম করছে চড়া সুদে।


কেউ ভিক্ষার ঝুলি কাধে নিয়ে
বাবুর দুয়ারে পাতছে হাত,
কেউ মানসের বাড়ি কাজ করে
আনছে একথালা ভাত।


পেটের জ্বালা নিবারণের জন্য
কাজে লাগে বাজিতে প্রাণ,
অন্ধ,লুলা,খোড়া পেটের জ্বালায়
গাইছে রাস্তা ঘাটে গান।


কেউ পেটের জ্বালায় করছে চুরি
অভাবের তাড়নায় পরে,
কেউ মেধা জ্ঞান কাজে লাগিয়ে
খাচ্ছে কলমের চুরি করে।


ঝিঁয়ের কাজে মালিকের বাসায়
অন্ন বস্ত্রে মেটায় ক্ষুধা,
এই সুযোগ নিয়ে মালিক বাবু
কৌশলে দেহের মেটায় ক্ষুধা।


শুধু পেটের জ্বালায় ছুটছে লোক
কাজে দিন কিম্ভা রাত্রী,
ক্ষুধার তাড়ণায় সংগ্রাম করছে
লয়ে ভিন্ন পথের যাত্রী।