শুধুই পন্ডশ্রম(১৯১০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০৯-২০২২
======================
বোকা বলে দৌড়াই আমরা চিলের পিছে
দৌড়াদৌড়ি ঘাম ঝরানো সবই যে মিছে।
ভুলের পিছে সব হারিয়ে শূন্যে হয়ে গেলাম
পরিশ্রমের পরে এসে কি যে ফিরে পেলাম।
কান কথা শুনে কেহ করবেন না বাড়াবাড়ি
স্ব-ভুল বুঝতে পেরে শুধরাবেন তাড়াতাড়ি।
বলুন বৃথা শ্রম করে কি লাভ সবই যে পন্ড?
কান কথায় লাভ কি ছড়ায় যারা তারা ভন্ড।
গাঁধা যেমন মুলার পিছে দৌড়াদৌড়ি করে
জীবনভর দৌড়াইলেও ধরতে পারবে তারে!
আশার পিছনে ছুটাছুটি শুধু সময় ক্ষেপন
ভাল কিছু পাওয়ার জন্য করতে হবে বপন।
বোকা যখন বুঝায় তখন জ্ঞানভাণ্ডার খালি
জ্ঞানী লোক বোকা বলে তিনটায় দেয় হালি।