সুখগুলো আজ দুমরে মুছরে-
    মিশে গেছে ঝিঁঝিঁ পোকার ডাকে,
হাতের শাখা খুলে রেখেছি
    অসময়ে স্বামী মরার শোকে।


দিনের শেষে বিশ্রাম নিতে-
    বিছানায় যখন যাই,
চেয়ে দেখি আমার পাশে
    আদরের স্বামী নেই।


গভীর রাত্রে স্বপ্নের মাঝে-
     তোমাকে দেখি কাছে,
সকালে দেখি আলোর আভায়
    নেই যে আমার কাছে।


কষ্টের পাহাড় উপচে পড়ে-
   নয়নের আঁখিজলে,
কেঁদে কেঁদে মনের কষ্ট
    মিথ্যে কথার ছলে।


অর্ধাঙ্গিনীকে হারিয়ে আজ -
     সেত হলো পূর্ণাঙ্গিনী,
আজ হতে তার থাকিতে হবে
     সারাজীবন একাকিনী।


বিদ্রঃ- পাশের বাড়ীর এক মহিলার স্বামী মরায় এক ভাইর উক্তিগুলোকে কাব্যিক আকারে প্রকাশ।