সুখ দুঃখ মিলেই জীবন-  ১
    এম,এ,সালাম
      ২৩-০৮-২০


মানব জীবন গতিশীল প্রবাহমান নদীর মত
এ পথ থেমে থাকে না উপডৌকন দিলেও শত।
সুখ দুঃখ মিলেই জীবন এ টু জেট এ মিলে
ভাংগা গড়ায় মানব জীবন একটু বুঝে নিলে।
জীবন নদী পাড়ি দিলে আসবে ঝড় তুফান
বন্ধুর পথ পাড়ি দিয়ে গড়িবে প্রেমের ভুবন।
হোচোট খেয়ে পরে থেকো না উল্টো উঠো ঘুরে
বিপদের সময় দুধের মাছি থাকে অনেক দূরে।
চলতে পথে ঝড় আসবে মাথার উপর  তেড়ে
তাই বলে কি থেমে থাকবো হাটু দু,খান গেড়ে।
দুঃখের সাগর পাড়ি দিলে মিলবে সুখের নীর
ওই নীরেই খুঁজে পাইবে আসল সুখের তীর।
যাইতে হবে গতি পথের ওই আসল ঠিকানায়
সুখের নাগাল মিলবে সেথায় বেলার শেষে তায়।
কষ্ট করলেই কেষ্ট মিলবে একথা সবাই  মানি
ওই পাড়েতে আসল সুখ নিঃশ্বাস  ছেড়ে জানি।