সুখের জীবন ধ্বংস(১৮৬৭)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৪-০৮-২০২২
_______________
পুতুল পুতুল বিয়ের খেলা
   সব চলছে বর্তমানে,
দুই পরিবারের ভাব সাবটা
    দেখায় জনে জনে।

ভাবনা তাদের গন্তব্য বিহীন
    কেমন জানি হয়,
বাঘ হরিনের শিকার টা যে
     ফাঁদ পাতিয়া হয়।


কেহ লোভের বশিভূত হয়ে
     পুতুল বিয়ায় রাজি,
চেয়ারম্যানের জন্ম নিবন্ধনে
     বিয়া পড়ায় কাজী।


কেহ কাউকে ছাড়তে চায় না
     নিজস্ব অহংকারে,
সুযোগ নিয়ে দূষ্ট মিষ্টরা সব
     ফায়দা লুটে ঘরে ৷


দুধের মাছির বেশে কতজন
    বিষের বীজ বুনে,
কেহ সুখের নীড়ে বহ্নিজ্বেলে
     বিপদে কড় গুনে।


কেহ হয়রে আবার পত্নীহারা
    কেহর স্বামী হয় হরণ,
কেহ হয় পরকিয়ার পাগল
    কেহর যায় জীবন।