সুখের মাঝেও শূন্যতা
     এম এ সালাম
      ১৮-০৬-১৯


বন্ধু বলছে মহা সুখের মাঝে-
    কেন শূন্যতা বিরাজ করে?
ভাল আছি সুখে আছি তবুও
     মন থাকিতে চায় না ঘরে।


যে দিকে তাকাই সে দিকেই-
     দেখি সুখের সুবাতাস,
তবুও কেন  মনের কোণে
     বিরাজ করছে হায়!হুতাশ।


সুখের সাগরে ভাসিতেছি-
     চতুরর্পাশে বন্ধুর মিলনমেলা,
অন্তরের মাঝে অনুপস্থিত
    বিধি,দেখায় কি ধরণের খেলা।


সৃষ্টির মাঝে বিরাজ করছে-
      সুখ দুঃখের খেলা,
কালো দাড়ি  সাদা হয়েছে
      হারিয়ে যাচ্ছে বেলা।