শূন্য এই ভুবন (১৮৮৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০৯-২০২২
_________________________
আমার মনটা জানে ওহে বন্ধু
তুমি কত যে আপন,
বল তুমি ছাড়া একলা জীবন
আমার শূন্য এ ভুবন।


শূন্য হৃদে এত জ্বালা সহে না
কষ্ট পারি না বুঝাইতে,
কত সুখে আছি গো সুজন?
যদি চোখ মেলে দেখিতে।


সুখী জীবন গেল দুঃখে কষ্টে
কষ্ট সহে না মোর প্রাণে,
আমার মন কত যে খারাপ
তা কি কেউ সব জানে।


মনের ব্যথা চেপে রাখি মনে
কেউ তো তাহা দেখে না,
আমি যাদের কে কাছে ডাকি
বিপদে পাশে থাকে না।


এই অভাগার মনের ব্যাথা
কেউ বুঝতে চায় না,
কেমন আছি কোথায় আছি?
কেউ খোঁজ নেয় না।