শূন্য হতে পঞ্চাশ
       এম,এ,সালাম
       ২৩-০৮-১৮


দেশময় জুড়ে কাদায় পানিতে-
     ছুঁইয়ে চুইয়ে আছে,
যা হবার তা হয়ে গেছে ভাই
     শ্রাবনের অঝড়ের বৃষ্টিতে।


সময় মত তুমি এলে না-
    ধরা দিলে অসময়,
এখন কি সেই আগের মত
    মনে কোণে প্রেমের ধারা বয়।


প্রবীনরা সব মনের দুঃখে-
      অঝড় ধারায় কাঁদে,
নবীন হয়ে ধরারই মাঝে
     আর কি আসা যাবে?


কি ছিলাম কি হয়ে গেলাম?
    নীরবে ভাবিয়া দেখ,
তালই, দাদায় সব গিয়েছে
    তাদের থেকে কিছু শিখ।


আমি ছিলাম শূন্যের কোটায়-
     এখন এসেছি পঞ্চাশে,
জীবন টা আমার নির্ভর করে
     আল্লাহর দেয়া শ্বাসপ্রশ্বাসে।