তুমি বিনে সময়টা আমোরি-
     শুধু শূন্য শূন্য লাগে,
এই সময়ে তোমার উপস্থিতি
     মনের মাঝে জাগে।


আসবে কি তুমি এই বাসরে?
     শিমুল পলাশ নিয়ে,
তোমায় বিহনে শূন্য হৃদয়ে
    ফাগুনের স্মৃতি জাগে।


শীতের শিশিরে পাতা ঝড়ে-
     মাঘের দারুণ শীতে,
তোমার লাগিয়া শূন্য এ মন
   না পাওয়ার বেদনায় তিতে।


সব খানেতেই হতাশার খেলা-
    শূন্যতায় কাটে বেলা,
পূর্ণতা নাকি আসবে চৈত্রিরে
    ফাগুনে শিমুলের মেলা।


তুমিই ছিলে এই অভাগিনীর-
     পরি-পূর্ণতার ইতিহাস,
তোমায় ছাড়া পূর্ণ এ জীবন
     সমুলে অঙ্কুরেই বিনাশ।