আমি যখন একা একা নিরালয় শুধু ভাবি-
কেন যেন মনের মাঝে শুন্যেতা দেখি সবই।
কোথাও অনুভবে, অনুমেয় কারণ খুজিতে
                                         থাকি-
সব খানেতেই হিসেব মিলিয়ে খুঁটে খুঁটে
                                            দেখি।
কোথাও খুজে পাইনা এ শুন্যেতার রহস্য কি
ভেবেছিলাম বয়স হয়েছে সবই আছে বাকী।
এ শুন্যেতা সরাই বারে কত যে চেষ্টা চালাই-ফুটা ফাটা যা কিছু আছে সব করেছি    
                                         ঝালাই।
শুন্যেতা যে দূর হয় না মনোমাঝে হাহাকার-
   এ শুন্যেতা দূর করিতে পারবে না কোন
                                        কারিকর।
খুজিতে আছি দেশ বিদেশে পাইনি
                             কারিকরের দেখা-
সব ডাক্তার ব্যবস্থা দিচ্ছে শুন্যেতা যথায়
                                    আছে তথা।
মলয়ের মাঝে খুজিতে পাই শুন্যেতার
                                        কাহিনী-
   মুয়াজ্জিনের আজানেও শুনিতে পাই
                              শুন্যেতারই ধ্বনি।
আমি পাঁচ নামাজ পড়ি যখন শুন্যেতা চলে
                                            যায়-
সালাম ফিরাইবার সাথে সাথে পুনঃ উদয়
                                           হয়।
না ফেরার দেশে যাওয়া ছাড়া শুন্যেতা যাবে
                                               না-
সৃষ্টি কর্তার হুকুম ছাড়া ওই দেশে যাওয়া
                                      যাবে না।