শূন্যভিলাষ
      এম,এ,সালাম
           ১৮-০৩-২০


অধুনা কেন যেন দহনের কষাঘাতে?      পুড়ে যাচ্ছে সতত হৃদ যন্ত্রটি,
বরফ গলা পানি কার্যত র্নিরার্থক
এ মনোজগত প্রায়ই নির্বাক।


উচ্ছাস আস্তকুড়ে হাবুডুবু খাচ্ছে-
     বর্নমালা হারিয়ে যাচ্ছে,
রূঢ় ভাষা গিলে খাচ্ছে এষনাকে
     ইতি টানতে হয় বাধ্য হয়ে।


ইচ্ছেটাকে বিকিয়ে দিত পার না-
     যতসামান্য লোভে পড়ে,
ঘোরপাক খাচ্ছে সিদ্ধান্তহীনতায়
     সময় আপন গতিতে ছুটছে।


বোকা বলে মনোগাঙ্গে ভাসছে না-
      বপুটা খাই খাই ব্যস্ততা,
হারিয়ে যাচ্ছে আমা হতে ঈস্পা
    স্কেলে অভিলাষ শূন্যের কোটায়।


উদর ভর্তি অভিলাষ নীরব প্রায়-
    বাকহীন সুরস্বর চেপে বসছে,
মনোজতের শূনীল ব্যোম জুড়ে
    বসুমতি তুমি যাবে আমায় ছেড়ে।