সুর ছন্দের হট্টোগোল
    এম,এ,সালাম
    ২০-১১-২১


সুর ছন্দের আলগা পিরিত
চলছে জোরে-শোরে,
মাত্রা বিন্যাস, ছন্দ মিলে
ঝগড়া লেগেছে  ভোরে।


অনুভুতি আর কল্পনারা সব
জোটে হারিয়েছে কোথায়?
আসছে না যে ছন্দ কবিতা
আমার ক্ষুদ্র এই মাথায়।


কাব্যের নেশায় ঝাপসা মগজ
খাপছাড়া হল চিন্তারা,
হট্ট-গোল বাধল দিন-দুপুরে
লিখার মান খাপছাড়া।


রঙিন মন করে ছুটোছুটি
কাব্যের শঙ্কায় ভরা,
দৃশ্যপট সব পরিবর্তন হচ্ছে
ছন্দ দিল না যে ধরা।


ছন্দ তালের মিল বিন্যাস
রিপুর তাড়নায় ভাংগে
কিছুতে মন,কাটছে না সাঁতার
সুখ স্বপ্নের নীল গাঙে।


সারাদিন ধরে হৈ-হুল্লোর জন্য
অসুস্থ্য মেজাজ ছোটে,
দিনান্তে দুটো কবিতা লেখায়
চরণ মিল জুটবে ঘটে।