সুরে সুরে ফাগুন
     এম, এ,সালাম
          ২৬-০২-২০


বসন্তে কেন বৈরাগীর সুর?
   কোকিলের কণ্ঠে মধুর তান,
বিরহের বাঁশী বাজাও কে যে?
   কৃষ্ণচুড়ায় শালিকের গান।
ফাগুন এসেছে দ্বারে দ্বারে-
    বরণ করে নেই তারে,
পলাশ, পারুল, শিমুলের রঙে
   আজ মনকে রাঙাও ভাল করে।
দখিনের মলয় বহিতেছে আজ-
    সতেজ করে দেয় মন প্রান,
মনের কোনে আবেগের সুর
    নতুন পত্র পল্লবের জাগরণ।
হাফ ছেড়ে আজ স্বস্তির নিঃশ্বাস-
    ছাড়ছে সবুজ বৃক্ষরাজি,
লেপ,কাথা, কম্বল পায়ের চোটে
    পায়ের পাতানে যাচ্চে বুঝি।