সুহৃৎ সখা
     এম,এ, সালাম
       ০৩-০৫-১৮


অচিরপ্রভার মত ছুটিয়া আসিল-
     সখার নিদারুণ কালে,
মনের মত হিতৈষী জন একেই বলে


হিল্লোল কল্লোলের বাঁধ মানে নি-
    মানে নি ঝর্নার জলধর,
শম্পার ভেগে ছুটে এসে পড়।


নারীর মহিয়সী রূপে টলে যায় নি-
     স্বজনের বিপদ কালে,
ছুটে এসেছে নানা কলা কৌশলে।


যখনই শুনেছে  বিপদের বার্তা-
     আঁধিয়ার উপেক্ষা করে,
নিষেধের বাঁধা দমাতে পারেনি তারে।


অভেদ যদি নাহি গো থাকে-
     স্বজন,সুজনের সাথে,
অদ্রি সম আজ্ঞায়ও যদি থাকে।


মিল যদি থাকে গাই বাছুরে-
    দুধ দিবে ফাক পেলে,
বিপদের সময় বন্ধু যাবে না ফেলে।