ভোটকেন্দ্র যেতে  এখন লাগে ভোটারের ভয়-
এখন যদি আগের মতো দেখায় অস্ত্রের ভয়।


কারা জ্বালায় আমজনতার চেনার সাধ্য আছে-
চৌদ্দ সালের পাতায় খুঁজে দেখ জামাত বিএনপি আছে।


দশম সংসদ নির্বাচনে গেলাম ভোটটা দিতে-
আগুন সন্ত্রাসীর ভয়তে কাঁপছি মাঘ মাসের শীতে।


ভোটটা দেবার আশা করে কেন্দ্রে যখন যাই-
গিয়ে দেখি লাইন ফাঁকা লোক সমাগম নাই।


কেন্দ্রে ঢুকে শুনি বিএনপির, ভোট বাক্সে নেই-
অবাক হয়ে কোন মতে নৌকায় ভোট দেই।


আমি না ভাই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক-
আমার ভোট আমি দিব এ কথাটাই ঠিক।


ফলের কথা জানতে চাইলে সাহেব জাদা গরম,
পুলিশ ডেকে আমায় নাকি শাস্তি দিবে চরম।


ফুড়ুৎ করে বাঁশি বাজায় ছুটে আসে পুলিশ-
গনণার আগে কেমন করে ভোটের ফল জানিস।


দুই চারটা বেতের বারি মারলোরে ভাই কষে
দৌড়ে গিয়ে শ্বাস নিলাম,মৃধা বাড়ীর পাশে।


আইন শৃঙ্কলা কত সুন্দর কেন্দ্রে গিয়ে দেখি-
সেনাবাহিনী টহল দিচ্ছে,পাঠিয়ে দিচ্ছে সিইসি।


কেহ যদি ভোট দিতে বাধ প্রতিবাদ করে-
সেনাবাহিনী কঠোর হস্তে নিয়ে গেছে তারে।